অক্ষয় তৃতীয়ার আগে সোনা ও রুপোর বাজারে আগুন ,

নিউজ ডেস্ক - অক্ষয় তৃতীয়ার জন্য ইতিমধ্যেই লক্ষ্মী-গণেশের আরাধনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে অনেকেই সোনা-রুপোর জিনিস কেনাকাটি করেন লক্ষ্মীলাভের আশায়। কিন্তু এবার বাজারে আগুন। অক্ষয় তৃতীয়ার আগেই চড়চড় করে বাড়ল সোনার দাম। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। 

আজ, ৬ মে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬০৫ টাকা। গতকালের তুলনায় ২০ টাকা দাম বেড়েছে।২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৫০ টাকা। গতকালের তুলনায় ২০০ টাকা দাম বেড়েছে সোনার।  ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। একদিনেই ২০০০ টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২০৫ টাকা। গতকালের তুলনায় ২২ টাকা দাম বেড়েছে।১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫০ টাকা, যা গতকালের তুলনায় ২২০ টাকা বেশি। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ২২০০ টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪০৪ টাকা। একদিনে দাম বেড়েছে ১৬ টাকা।১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৪০ টাকা, যা গতকালের তুলনায় ১৬০ টাকা বেশি। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪০ হাজার ৪০০ টাকা, একদিনে দাম বেড়েছে ১৬০০ টাকা।

সোনার মতোই দাম বেড়েছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি। ১ কেজি রুপোর দাম ৮৪ হাজার টাকা। একদিনে দাম বেড়েছে ১ হাজার টাকা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন