নিউজ ডেস্ক: পঞ্চম দফা নির্বাচনের সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ঘাড় ধাক্কা দিয়ে বুথ থেকে ভুয়ো এজেন্ট বার করে কেন্দ্রীয় বাহিনী ঢাকা থেকে শুরু করে বুথে বুথে দৌড়োনো একাধিক ঘটনায় খবরের শিরোনামে উঠে এলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
সোমবার সকালে ভোট শুরুর কিছু পরেই ধনিয়াখালিতে তৃণমূল বিধায়ক অসীম পাত্রের ঠিক বাড়ির সামনেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কে উদ্দেশ্য করে ডাকাত বলে শ্লোগান দেন অসীমা পাত্র সহ তৃণমূল কর্মীরা।লকেটও পাল্টা ‘অসীমা চোর-অসীমা চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এ ভাবেই মিনিট কয়েক চলে স্লোগান এবং পাল্টা স্লোগান। তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।তৃণমূল বিজেপি স্লোগান লড়াইয়ে হুইস্ল বাজালেন পুলিশকর্মীরা।
তৃণমূল বিধায়ক অসীমার অভিযোগ,‘‘হার নিশ্চিত বুঝে নানা রকম ভাবে অশান্তির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী।
লকেটের পাল্টা অভিযোগ,"তৃণমূল ভোট লুট করার চেষ্টা করছে। তাঁর কটাক্ষ, ‘‘সবাই লাইনে ছিল। আমি ধনিয়াখালিতে পা দিয়ে দিয়েছি। সব চলে এসেছে।’’
পরিস্থিতি সামলাতে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে।