টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন, "স্টেয়িডাম বেশ সুন্দর। অনেক খোলামেলা। আমরা এই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলব যখন, সেই সময় এখানকার পরিবেশ দেখার অপেক্ষায় রয়েছি। যখন দর্শকরা এখানে খেলা দেখতে আসবেন, সেই সময় স্টেডিয়াম আরও ভালো লাগবে।"
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৩৪ হাজার আসন সংখ্যা। রোহিত বলেন, "এখানকার দর্শক ধারন সংখ্যাও বেশ ভালো। আশা করছি অনেত দর্শককে স্টেডিয়ামে দেখতে পাব। নিউ ইয়র্কের মানুষরা এখানে এসে বিশ্বকাপ নিশ্চিত ভাবে দেখবেন। কারণ এখানে প্রথম বার বিশ্বকাপ আয়োজিত হতে চলছে। আমি নিশ্চিত বিভিন্ন টিমের ভক্তরা এই টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। আমরা ক্রিকেটাররাও টুর্নামেন্ট শুরু হওয়ার দিন গুনছি।"
হিটম্যান একইসঙ্গে জানান," নিউ ইয়র্কের পরিবেশের সঙ্গে তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়া দরকার। তিনি বলেন, ‘আগে এখানে খেলিনি আমরা। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ৫ জুন আমাদের প্রথম ম্যাচ। সেই সময় আবহাওয়ার সঙ্গে যেন মানিয়ে নিতে পারি তার জন্য সড়গড় হতে হবে।"
ভারতীয় ক্রিকেটাররা দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি। তবে দেশের মাটিতে আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা দেশের পাশাপাশি বিদেশের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন। এ বার দেখার জমজমাট টি-২০ বিশ্বকাপ কতটা মনে ধরে ক্রিকেট প্রেমীদের।