নিউজ ডেস্ক : ভোট মরশুমে বাজারে কোভিড শিল্ড এক নতুন বিতর্কে্র সৃষ্টি করেছে। কোভিড টিকার শংসাপত্র থেকে মোদির মুখ উধাও! এই নিয়ে উত্তাল গোটা দেশে! ঠিক কি কি কারণে এটি হয়েছে তা নিয়ে ময়দানে নেমেছে স্বাস্থ্য মন্ত্রকরা। তাদের মতে ," এখন ভোট চলছে তাই আদর্শ নির্বাচনী মেনে এই কোভিড টিকার শংসাপত্র থেকে সরানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি"। শংসাপত্রে লেখা ছিল ,"একসঙ্গে ভারত কোভিড 19 কে পরাজিত করবে "।সঙ্গে ছিলো প্রধানমন্ত্রীর ছবি এবং উদ্ধৃতি।দুটোই একসাথে উধাও আর তাতেই উঠেছে একাধিক প্রশ্ন! তবে এটা প্রথমবার নয়, এর আগেও ২০২২ সালে উত্তরপ্রদেশ ,উত্তরাখন্ড,পাঞ্জাব ,মনিপুর এবং গোয়া এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় আদর্শ নির্বাচনী মেনে টিকার শংসাপত্র থেকে মোদির ছবি সরানো হয়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড শুরু করে #এরেস্ট নরেন্দ্র মোদি