নিউজ ডেস্ক - রাতে গরম থেকে অল্পবিস্তর রেহাই পাওয়ার জন্য হাওয়া খেতে ঘরের বাইরে বেরিয়েছিলেন। কিন্তু তিনি যে বিজেপি কর্মী! আর তাতেই নাকি তাঁর ওপরে হামলা। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বৃহস্পতিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ফুলবাগান থানার কাদাপাড়া এলাকার। আহত যুবকের নাম এন্দল যাদব।
স্থানীয় সূত্রের খবরে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এমনকি মারধরের পর তাঁকে জলেও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের তরফ থেকে খবর পেয়ে সেখানে পৌঁছন ফুলবাগান থানার আধিকারিকরা। আহত যুবকের বয়ান রেকর্ড করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে পায়ে গভীর ক্ষত রয়েছে। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা এন্দলকে নার্সিংহোমে স্থানান্তরিত করান। ঘটনার পর বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ ঘটনাস্থলে যান। আহত যুবকের সঙ্গে দেখা করেন। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Tags
politics