অভিনয় থেকে রাজনীতিতে এসে এখন পরিচিত নেত্রী, জানেন লকেটের সম্পত্তির পরিমাণ?!

 নিউজ ডেস্ক  অভিনয় থেকে রাজনৈতিক জীবনে পা দিয়েছিলেন এখন তিনি রাজনীতির ময়দানে পরিচিত মুখ। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তার হাত ধরেই হুগলি লোকসভা গেরুয়া হয়েছিল। ২০২৪ লোকসভা নির্বাচনেও তার উপরেই ভরসা রেখেছে দল। তিনি প্রাক্তন অভিনেত্রী তথা বর্তমান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন লকেট তারপর থেকেই তার রাজনৈতিক জীবন বেশ সফল। বর্তমানে তিনি একজন সফল বিজেপি নেত্রী। ২০২৪ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী লকেট উল্টোদিকে তার সঙ্গে লড়াই করছেন তারই সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন লকেট সঙ্গে দিয়েছেন তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির সম্পূর্ণ খতিয়ান। দেখে নিন এই মুহূর্তে ঠিক কতটা সম্পত্তির মালকিন প্রাক্তন অভিনেত্রী তথা বর্তমান বিজেপি নেত্রী। লকেট চট্টোপাধ্যায়।



 বার্ষিক আয়

তথ্য বলছে, লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯ টাকা।

 ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৬ লক্ষ ৬৭ হাজার ৭৬০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে আয় ৭ লক্ষ ১৬ হাজার ৮৩০ টাকা।

 ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ৩ লক্ষ ২৮ হাজার, ৬৬০। 

২০১৮-১৯ অর্থবর্ষে লকেটের আয় ৪ লক্ষ ৮৬ হাজার ৬৫৪ টাকা।

লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের বার্ষিক আয়

২০২২-২৩ অর্থবর্ষে-১লক্ষ ৩৩ হাজার, ১৭১ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে - ৮ লক্ষ ২৫ হাজার ৯২০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে - ১০ লক্ষ ৬৩০ টাকা। 

২০১৯-২০ অর্থবর্ষে  ১৩ লক্ষ ৯৮ হাজার ৫০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে  ১৭ লক্ষ ৬৪ হাজার ৩৩১ টাকা।


 হলুদ নামায় দেওয়া তথ্যে লকেট জানিয়েছে তার স্থাবর সম্পত্তি রয়েছে ৭৯ লক্ষ ৮৮ হাজার ৭৫৪ টাকার। অন্যদিকে তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির মূল্য ১৮ লক্ষ টাকা। 

হাতে নগদ

হলুপ নামার তথ্য অনুযায়ী লকেট জানিয়েছে তার হাতে এই মুহূর্তে নগদ রয়েছে ৪৫ হাজার ৮০০ টাকা। লকেটের স্বামীর হাতে রয়েছে ২২ হাজার ৩০০ টাকা। ব্যাংক ও বিনিয়োগ মিলিয়ে রকেটের অর্থ রয়েছে ৭৪ লক্ষ ৫৮ হাজার ৮২৯ টাকা রয়েছে। স্বামীর ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে রয়েছে,১ কোটি ৩৩ লক্ষ ৯২ হাজার ৫৪২ টাকার। 

অস্থাবর সম্পত্তি

হলফনামায় লকেট জানিয়েছে তার কাছে থাকা শোনার পরিমাণ 550 গ্রাম। একটি গাড়ি রয়েছে ১২ লক্ষ টাকা মূল্যের। স্বামীর গাড়ি রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা মূল্যের।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন