সোনায় সোহাগা , বড়ো পতন দেখা দিল সোনা ও রুপোর দামে

নিউজ ডেস্ক - মে মাসের শেষে সোনার দামে ব্যাপক পতন। এক-দুই হাজার নয়, এক ধাক্কায় নয় হাজার টাকা কমল সোনার দাম। গহনা কেনার এমন সুবর্ণ সুযোগ আর মিলবে না। সোনার পাশাপাশি আজ কমেছে রুপোর দামও। 

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬৪০ টাকা। গতকালের তুলনায় ৯০ টাকা দাম কমেছে।২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ৯০০ টাকা দাম কমেছে।১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬লক্ষ ৬৪ হাজার টাকা। গতকালের তুলনায় ৯০০০ টাকা দাম কমেছে।

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭২৪৪ টাকা। গতকালের তুলনায় ৯৮ টাকা দাম কমেছে।২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৪৪০ টাকা। গতকালের তুলনায় ৯৮০ টাকা দাম কমেছে।১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা। একদিনেই সোনার দাম ৯৮০০ টাকা কমেছে।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৩৩ টাকা। একদিনে দাম কমেছে ৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৩৩০ টাকা। একদিনে দাম কমেছে ৭৪০ টাকা।১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা। একদিনে ৭৪০০ টাকা দাম কমেছে।

সোনার মতোই কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯২০০ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে  ৯২০০ টাকা। একদিনে ৫০০ টাকা দাম কমেছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন