আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষের জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুর , আহত ৪ থেকে ৫ জন কর্মী

নিউজ ডেস্ক - আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া। যার জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটল এলাকায়। আহত হয়েছেন আইএসএফ-এর চার থেকে পাঁচজন কর্মী। অভিযোগ তোলা হচ্ছে শাসকদলের দিকে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তারা।

ঘটনাস্থল হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজনপুর এলাকা। আইএসএফের অভিযোগ, হাড়োয়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকে ফেরার পথেই আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। একাধিক বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত দুজনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে আসা হয়।

এরই মধ্যে একজনের অবস্থা অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আইএসএফ কর্মীরা হামলায় অভিযুক্ত নেতাদের গ্রেফতারের দাবিতে হাড়োয়া হাসপাতালে বিক্ষোভ দেখান। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না বলে জানান শাসক দলের নেতারা। এই প্রসঙ্গে আইএসএফ-এর অবজারভার বলেন, “আমরা আইএসএফ-এর মিটিং সেরে ফিরছিলাম। বাড়ি যাওয়ার পথে হঠাৎ ফোন এল যে তোরা বাড়ি ফিরিস না। মারধর করবে। এরপর তৃণমূলের লোকজন আমাদের বাড়িতে না পেয়ে সাত থেকে আট জনের বাড়ি পুরো তছরুপ করা হয়েছে। পুরো ভেঙে দিয়েছে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন