সোনার থেকেও রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে রুপোর দাম

নিউজ ডেস্ক - দেশের তাপমাত্রার পারদ শুধু বেড়েই যাচ্ছে কিন্তু সোনার দাম একদিন বাড়ছে আর একদিন কমছে। একদিন গ্রাম প্রতি ১০ টাকা দাম কমলে, পরেরদিনই আবার ১০০ টাকা বেড়ে যাচ্ছে সোনার দাম। চড়চড়িয়ে বাড়ছে রুপোর দামও। 

আজ, ৩০ মে ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ১১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা বেড়েছে দাম।

২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ২১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। একদিনে দাম বেড়েছে ১০০ টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৯১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

বিগত কয়েকদিন ধরেই একটানা বেড়ে চলেছে রুপোর দাম। আজও কিছুটা বাড়ল রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৭৮০ টাকা। গতকালের তুলনায় ১০টাকা দাম বেড়েছে। ১ কেজি রুপো কিনতে আজ খরচ হবে ৯৭ হাজার ৮০০ টাকা। যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন