নিউজ ডেস্ক - রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল পুরুলিয়ায়। একটি লরির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের, আহত ৬। একে একে টোটো ও মোটরসাইকেলে ধাক্কা মারে লরি। তারপরই সোজা বেরিয়ে যায়। পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তখন টোটোর যাত্রীরা পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। এরপর খবর পেয়ে পুলিশ যায় ও যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বরাকরের দিকে লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি। টোটো ছিটকে পড়ে রাস্তার একদিকে। তারপর ধাক্কা মারে মোটরসাইকেলে। পথচারীদেরও ধাক্কা মারে লরিটি। ঘটনায় আহত হন ১১ জন।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।