স্কুল আওয়ার্স শেষে স্কুলে বোমা ফেলেন এবং হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী

নিউজ ডেস্ক - স্কুল আওয়ার্স শেষের পরও স্কুলে ছিলেন কর্মীরা। স্কুলের গেট তখন বন্ধ ছিল। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপর পরপর দু’বার একই রকমের শব্দ। ততক্ষণের স্কুলের কর্মীরা বুঝতে পেরেছেন বোমা পড়ছে স্কুলের গেটের সামনে। সাবধান হওয়ার আগেই হুড়মুড় করে স্কুলে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। অস্ত্র হাতে স্কুলের ভিতর তাণ্ডব শুরু করে। স্কুলের কর্মীদের ধারাল অস্ত্র দিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রহড়ার একটি বেসরকারি স্কুলে। অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। চলে এলাকায় বোমাবাজি। ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।

দুষ্কৃতীরা হামলা চালায় খড়দহ সদরহাট কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক বেসরকারি স্কুলে। স্কুল সূত্রে খবর,  স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারপর স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারাল অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয়।

স্কুলের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালায়। দুষ্কৃতী হামলার সেই সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলে থাকা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এক কর্মী বলেন, “আমরা স্কুলের ভিতরে কাজ করছিলাম। ওরা অস্ত্র নিয়ে ভিতরে ঢোকে। কারেন্ট অফ করে দিয়েছিল। আমার কোমরে বন্দুক ঠেকিয়ে বলে, হার্ড ডিস্কটা কোথায় আছে। আমি দেখাতে পারিনি। ভেঙে হার্ড ডিস্ক বার করে নেয়।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন