দুষ্কৃতীরা হামলা চালায় খড়দহ সদরহাট কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক বেসরকারি স্কুলে। স্কুল সূত্রে খবর, স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারপর স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারাল অস্ত্র দিয়ে হুমকি দেওয়া হয়।
স্কুলের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালায়। দুষ্কৃতী হামলার সেই সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্কুলে থাকা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এক কর্মী বলেন, “আমরা স্কুলের ভিতরে কাজ করছিলাম। ওরা অস্ত্র নিয়ে ভিতরে ঢোকে। কারেন্ট অফ করে দিয়েছিল। আমার কোমরে বন্দুক ঠেকিয়ে বলে, হার্ড ডিস্কটা কোথায় আছে। আমি দেখাতে পারিনি। ভেঙে হার্ড ডিস্ক বার করে নেয়।”