সূক্ষ্ম মোড়ে বাস ঘোরানোর সময়ে খাদে পড়ে গিয়ে মৃত্যু অন্তত ২০ জনের , গুরুতর আহত প্রায় ৪০ জন

নিউজ ডেস্ক - বৃহস্পতিবার (৩০ মে), জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের নিয়ে গভীর খাদে পড়ে গেল একটি বাস। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু জেলার আখনুর এবং ভাম্বলার মধ্যে, রাজৌরি পুঞ্চ জাতীয় সড়কের উপর। রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে যায় বাসটি। এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিক খবর পাওয়া গিয়েছে। 

সূত্রের খবর , একটি সূক্ষ্ম মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, বাসটি প্রায় ১৫০ ফুট নীচে গড়িয়ে পড়ে। জম্মুর জেলাশাসক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “উত্তর প্রদেশের হাথরস থেকে তীর্থযাত্রী নিয়ে আসা একটি বাস, জম্মুর আখনুরের তান্ডার কাছে দুর্ঘটনায় পড়েছে। উদ্ধার অভিযান চলছে।”

জম্মু ও কাশ্মীরের পরিবহন কমিশনার, রাজিন্দর সিং তারাও এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। হাথরস থেকে বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র হয়ে, তীর্থযাত্রীদের নিয়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরি এলাকায় যাচ্ছিল। চৌকি চৌরা তুগি মোড় নামে, এক সূক্ষ্ম মোড়ের কাছে বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর, প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনার উদ্ধারকারীরাও। তবে, এলাকাটি দুর্গম হওয়ায়, উদ্ধারকাজটা সহজ ছিল না। প্রাথমিক চিকিৎসার পর, আহতদের বেশ কয়েকজনকে জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চৌকি চৌরা হাসপাতাল ও আখনুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মুর সরকারি মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট, নরিন্দর সিং বলেছেন, “প্রাথমিকভবে হতাহতদর সিএসই আখনূরে ভর্তি করা হয়েছিল। তারা আমাদের জানিয়েছে, আমাদের এখানে তারা প্রায় ২০ থেকে ২৫ জন রোগী পাঠাবে। এর মধ্যে ১৬ জন রোগী ইতিমধ্যেই আমাদের হাসপাতালে এসে গিয়েছেন। বাসটি পর্যটক নিয়ে আসছিল। হতাহতরা কেউই স্থানীয় বাসিন্দা নন। তারা জম্মুর বাইরে থেকে এসেছেন।”

এই দুর্ঘনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদ মুর্মু। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “জম্মুর কাছে আখনুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির কথা জেনে ব্যাথিত। শোকাহত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন