২৬ মে বাংলার উপকূল সংলগ্ন এলাকায় আঁচড়ে পড়তে পারে "রেমাল"

নিউজ ডেস্ক - ভোটের মধ্যেই বাংলার জন্য ঘূর্ণিঝড় সতর্কতা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলা - বাংলাদেশ উপকূলের কাছেই পৌঁছবে ঘূর্ণিঝড়।  রবিবার বিকালে বাংলার কাছাকাছি আসবে তীব্র ঘূর্ণিঝড় "রেমাল"।  তবে কোথায় ল্যান্ডফল করবে, সেটা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

শনিবার থেকেই উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। সেই অনুযায়ী প্রশাসনের তরফ থেকে পদক্ষেপও করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বইবে দমকা বাতাস। বাংলায় এখনও বাকি রয়েছে ষষ্ঠ ও সপ্তম দফার ভোট। উপকূলীয় এলাকাগুলিতে ভোট রয়েছে ষষ্ঠ দফাতে। সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।

শনিবার পূর্ব মেদিনীপুর-সহ ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারই গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা।তার পরও শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। শুরুতে উত্তরপূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপ।ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগকে ঘিরে প্রশাসনিক তরফ থেকে সতর্কতা নেওয়া হয়েছে। জরুরি বৈঠকও হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। গভীর নিম্নচাপ তৈরি হলে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন