' মন্তব্য দলের নীতি বিরুদ্ধ'; তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুনাল ঘোষ, প্রেস বিবৃতি দিয়ে জানালো তৃণমূল

 নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন চলাকালীনই কুনাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হলো কুনাল ঘোষকে। একটি প্রেস বিবৃতি দিয়ে কুনাল ঘোষের অপসারণের কথা জানিয়েছে তৃণমূল।


বিগত কিছুদিন আগেই কুনাল ঘোষ নিজে থেকেই তৃণমূলের মুখপাত্র পথ থেকে মুস্তাফা দিয়েছিলেন। আর এবার তৃণমূলের পক্ষ থেকে তাকে অপসারিত করা হলো। লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বুধবার সকালে কুনাল ঘোষ ও তাপস রায় কে একই মঞ্চে দেখা গিয়েছিল। যদিও সেটি একেবারে  অরাজনৈতিক মঞ্চ। জানা যাচ্ছে উত্তর কলকাতার শ্যামসুন্দর তলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই একমঞ্চে ছিলেন তাপস ও কুনাল। সদ্য দলের বিরুদ্ধে খুব উগরে দিয়ে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন  তাপস রায়। সেই তাপস রায়ের সঙ্গেই মঞ্চ ভাগ করে নিতে দেখা যায় কুনাল ঘোষ কে। 

যদিও কুনাল ঘোষের দাবি,ক্লাবের তরফ থেকে তাঁকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব মানুষের জন্য কর্মীদের জন্য সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।” কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। 

এরপরই কুণাল ঘোষ কে একটি প্রেস কনফারেন্স করতে দেখা যায়। সেখানে তিনি সুদীপের জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সে প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার কুণালের মুখে তাপস-স্তূতি শোনা যায়। তিনি বলেন,“আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন, যে তাঁকে একটা ক্লাব ডাকছে না। তাঁকে তো সেই দিকটা ভাবা উচিত। হয়তো ডেকেছে, তাহলে তিনি কেন গেলেন না? এটাও তো একটা জনসংযোগ। এটা কেবল ভোটের বছর কিংবা ভোটের আগের বছর রাস্তায় বেরোলে হয় না। পাঁচ বছর ধরে রাখতে হয়।” 

 বুধবারের এই ঘটনা রাজ্য রাজনীতির ময়দানে অস্বস্তি বাড়িয়ে তোলে তৃণমূল কংগ্রেসের আর তারপরেই দলের পক্ষ থেকে কুনাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল।

তৃণমূলের তরফে ডেরেকো ব্রাইন কে দিয়ে একটি প্রেস বিবৃতি প্রেস করা হয় যেখানে লেখা রয়েছে। সাম্প্রতিক সময়ে  কুণাল ঘোষের বেশ কয়েকটি মন্তব্য দলের নীতি বিরুদ্ধ। 

যদিও এ ব্যাপারে কুনাল ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিজেপি প্রার্থী তাপস রায় জানিয়েছেন,

“আমি কুণালের মহানুভবতা দেখে অবাক হয়ে যাই। ওর যা পর্যবেক্ষণ, তাই বলেছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কুণাল এত বছর জেলে থেকেও যেভাবে এখনও তৃণমূলের হয়ে ব্যাট করছে, তা আমি পারতাম না।”

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ কুনাল ঘোষের আগামী রাজনৈতিক পদক্ষেপ কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনীতি।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন