নিউজ ডেস্ক - রবিবারই বাংলা থেকে তাপপ্রবাহের সাময়িক ছুটি আর তাঁর স্থানে কাজে আসছে বৃষ্টি। জানাছে হাওয়া অফিস। সোমবার থেকে ৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। রবিবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোম থেকে বৃহস্পতি, সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে। সোম-মঙ্গল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।
৪ মে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। ৫ মে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। অন্যদিকে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ৬ মে আবার রাজ্যের সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে।
এইদিকে বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও পারদের ঊর্ধ্বগতি কমেছে কলকাতায়। গত ২৪ ঘণ্টার মধ্যে ২.৮ অর্থাৎ প্রায় ৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার থেকে আরও কিছুটা পারাপতন দেখতে পাওয়া যেতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন বাংলায় পশ্চিমা বাতাসের দাপট কমবে। উল্টে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পূর্ণ হাওয়ার দাপট বাড়বে। তাতেই কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর। তবে তাপপ্রবাহ এর কারণে কতটা ঠেকিয়ে রাখা যাবে তা প্রশ্নচিহ্নের সামনে। আবহাওয়াবিদরা মনে করছেন সবটাই নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতোটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার গতিপ্রকৃতির উপর।