সকলের জন্য সুখবর , রাত ১১ টায় মিলবে মেট্রো পরিষেবা

নিউজ ডেস্ক - বর্তমানে মেট্রো পরিষেবার পরিধি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলকাতা শহর ছাড়িয়ে রুট পৌঁছেছে শহরতলিতে। প্রতিদিন কর্মসূত্রে বাইরে বেরতে হয়, এমন মানুষ এই পরিষেবা পেয়ে উপকৃত। কিন্তু রাতে শেষ মেট্রো ছাড়ে রাত ১০টায়। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, এই সময় আরও একটু বাড়ালে সাধারণ মানুষের অনেক উপকার হয়। অবশেষে কলকাতাবাসীর জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ। এবার রাত ১১টাতেও পাওয়া যাবে মেট্রো।

আপাতত ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা দেওয়ার কাজ শুরু হচ্ছে। আজ, ২৪ মে থেকে রাতে পরীক্ষামূলকভাবে এই বিশেষ মেট্রো চালানো হবে। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত ১১টায় মেট্রো পাওয়া যাবে। একদিকে, কবি সুভাষ থেকে ও অন্যদিকে দমদম স্টেশন থেকে ১১ টায় ছাড়বে মেট্রো। অর্থাৎ ব্লু লাইনের আপ ও ডাউন লাইনে চলবে মেট্রো।

পূর্ব রেলের জমসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে ওই দুই ট্রেন। টিকিট পেতেও কোনও অসুবিধা হবে না। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। টোকেন ও স্মার্ট কার্ড পাওয়া যাবে সেখানে।

উল্লেখযোগ্য বিষয়, শেষ মেট্রোর সময় বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন। তাঁরা অসুবিধায় পড়েন অনেক সময়।

এই আবেদন শুনে প্রধান বিচারপতি উল্লেখ করেছিলেন, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। সাধারণ মানুষের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না, তা বিবেচনা করে দেখতে বলেছিলেন প্রধান বিচারপতি। সিদ্ধান্তের কথা হাইকোর্টে জানাতেও বলা হয়েছিল।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন