ঘটনাটি ঘটেছে সোমবার। নিগৃহীতা মহিলার বয়ান অনুযায়ী, পারিবারিক বিবাদের জন্য গত ৯ তারিখ বাড়িতে সালিশি সভা হয়। অভিযোগ, তৃণমূল নেতা জাহাঙ্গীর আলি তাঁকে মারধর করেন। থানায় অভিযোগ করতে গেলেও নাকি অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি তাঁর। এরপর প্রধানের দফতরের সামনে বিচার চেয়ে প্রতিবাদ করেন তিনি। নিগৃহীত মহিলা বলেন, “বাড়ির লোক মারল না। তৃণমূল নেতা মারল। আমি থানায় গেলেও আমার কেস নেয়নি।”
অভিযোগ যে, সেই সময় প্রকাশ্যেই পুলিশের এক এসআই মহিলাকে মেরে পুলিশের গাড়িতে তোলেন। সকলেই সামনেই ধরা হয় তাঁর চুলের মুঠি। সেই পুলিশ আধিকারিককেই ক্লোজ করা হয় আজ। জেলা পুলিশ আধিকারিক জানান, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
এই প্রসঙ্গে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “এটা বঙ্গের সংস্কৃতীর সঙ্গে যায় না। মহিলাদের কোনও নিরাপত্তা নেই? তৃণমূল নেতারা আসবে, মারধর করবে। তারপর পুলিশ অভিযোগ করবে না।”