'আমরা তো বলেছি আমরা ইন্ডিয়া জোটের অংশ। বাংলায় আসন সমঝোতা হয়নি। ইন্ডিয়া নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। বাইরে থেকে সমর্থনের প্রশ্ন নেই। এই যে ৪২ আসনে তৃণমূল লড়ছে। এই ৪২ জন প্রতিনিধি ইন্ডিয়া জোটের প্রতিনিধি'।
নিউজ ডেস্ক : ২০২৪ এর লোকসভা নির্বাচন মূলত সাত দফায় হচ্ছে। আর বাকি মাত্র দু দফা। লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বাংলায় অধীর চৌধুরীর সঙ্গে আসল সমঝোতা করেনি ঘাসফুল শিবির। রাজ্যে কিন্তু এবারে ৪২ টি আসনে একাই লড়ছে তৃণমূল। জোট বেধেছে কংগ্রেস আর সিপিএম। তাহলে প্রশ্ন উঠছে একটা ইন্ডিয়া জোটের সরকার হলে বাইরে থেকে সমর্থন করার বিষয় টি। এবিষয় অভিষেক বলেন ," '২০১৯ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যা ফলাফল হয়েছিল, তার থেকে অনেক ভালো ফলাফল হবে'। তাঁর কথায়, 'যতদিন যাচ্ছে জনসমর্থন বাড়ছে, তৃণমূলের প্রতি মানুষের আস্থা বাড়ছে'। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে নবজোয়ার কর্মসূচি পালন করেছিলেন অভিষেক। এপ্রসঙ্গে তিনি বলেন,"'প্রায় আড়াই মাস রাস্তায় ছিলাম। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নবজোয়ার করিনি, মানুষের সমস্যা জানতে চেয়েছি। এই যে একশো দিনের টাকা না পাওয়া এটা মানুষের কাছে এত যন্ত্রণার আমি যদি রাস্তায় না থাকতাম, জানতাম না। এই দ্রব্যমূল্য় বৃদ্ধির সময়ে লক্ষ্মীর ভাণ্ডার যদি ৫০০ টাকা থেকে বেড়ে ১ হাজার টাকা না হত, তাহলে মানুষের কী সমস্যা হত, উপলদ্ধি করতে পারতাম না। মানুষকে খালি বলেছিলাম, আপনার অধিকারটাকে সামনে রেখে আপনি লড়াই করুন। আপনার যাকে ইচ্ছা ভোট দিন। মানুষ যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিল, সেকারণে আমরা সুফল পেয়েছি। নবজোয়ারের কারণে নয়"।