নিউজ ডেস্ক : লোকসভা ভোট চলাকালীন ৫৬ বছরের মহিলা খুন হয়েছেন। কিন্তু এই খুন সাধারন খুন নয়। এর মধ্যে লেগে গেছে রাজনীতির রং। মহিলা বিজেপি সমর্থক কে খুন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনার সাথে সরাসরি যোগাযোগ রয়েছে তৃণমূলের।কিন্তু সেটিকে একেবারেই অস্বীকার করে চলেছে ঘাসফুল শিবির। ঘটনাটিকে কেন্দ্র করে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ,"খুনিদের সঙ্গে বৈঠক করছেন আইসি এক ঘন্টা আগে। সিসিটিভি ফুটেজ বের করুন দেখি।সিবিআই চাইবো পাঁচ দিন পরে।"শুভেন্দু অধিকারী আরো বলেন," ওর বাড়ির লোক যাবে। মেয়ে যাবে ছেলে যাবে। পশ্চিমবাংলার তপশিলিদের কোন মূল্য নেই। মায়েদের মহিলাদের মূল্য নেই। লক্ষ্মী ভান্ডার আর একটা সন্দেশখালি করেছে।"মৃত বিজেপি সমর্থকের নাম রথিবালা আড়ি।নন্দীগ্রামে ইতিমধ্যে ষষ্ঠ দফার ভোট।আগামী ২৫ শে মে অর্থাৎ শনিবার নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাতলা যখন বুথ পাহারা দিচ্ছিলেন এই বিজেপি সমর্থক। ঠিক তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় রথিবালার।আহত ছেলে সহ সাতজন। মৃতার ছেলেকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়।