নিউজ ডেস্ক - সোমবার পঞ্চম দফার ভোটে সকাল থেকেই ময়দানে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তিনি আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুললে বলেন, “রবিবার আইপ্যাকের জনা ২০ ছেলে ঢুকেছে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তবে ওদের হাতে কিছুই নেই। যদিও এই কেন্দ্রে লকেটের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আইপ্যাকের কাছে এক নয়া পয়সা আছে বলে আমার নজরে তো আসছে না। যা করছি সব খেটে করছি, দেড় মাস ধরে থেকে প্রচার করেছি।”
রচনা এর সাথে আরও বলেন, “আজ খুব সুন্দর একটা সকাল। ঠাকুর সহায়, তাই এমন মেঘলা দিন। তাতে যাঁরা ভোট দিতে আসবেন, কারও রোদে কষ্ট হবে না। আজ সকালটা হুঙ্কার দেওয়ার দিন নয়। সকলের জন্য শুভেচ্ছাবার্তা পাঠাতে চাই। দেড় মাস ধরে খেটে করেছি। সবাইকে বলেছি, শান্ত ভাবে থাকবে। মাথা গরম করবে না। যখনই কেউ এসে উঁচু স্বরে কথা বলবে, রসগোল্লা খাইয়ে দেবে।”
সকাল থেকেই ভোটের ময়দানে লকেট ও রচনা। একেবারে যুযুধান দু’পক্ষই। জয় নিয়ে আশাবাদী রচনার দাবি, তিনি পড়ে থেকে প্রচার করেছেন গত দেড় মাস। মানুষ তাঁর সঙ্গে আছেন। অন্যদিকে লকেটের বক্তব্য, রচনাকে রাজনীতি করতে হলে বিজেপিই সহায়।
Tags
politics