নিউজ ডেস্ক: বাড়ি থেকে বেরোচ্ছিল পচা গন্ধ। প্রতিবেশী জিজ্ঞেস করতেই মায়ের উত্তর তিনদিন আগে মেয়ে মারা গেছে।
পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই একদিনের মধ্যে সেই মায়ের ই মৃতদেহ উদ্ধার হল ওই ফ্ল্যাট থেকে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরাহনগর টি এন চ্যাটার্জি রোড এলাকায়। জানা গেছে, ওই এলাকায় লালবাড়ি নামে একটি আবসানে থাকতেন বছর ৫২- র দেবী ভৌমিক, ও তাঁর ২১ বছরের মেয়ে দেবলীনা ভৌমিক। একদিনের ব্যবধানে মেয়ে ও মা পরপর দুজনের রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছডিয়েছে এলাকায়।
এলাকার এক বাসিন্দা বলছেন, “কী হয়েছে তা সঠিকভাবে বলা কঠিন। কিন্তু গতকাল সকাল থেকে আমরা একটা বাজে গন্ধ পাচ্ছিলাম। যত বেলা বাড়ছিল সেটা আরও তীব্র হতে শুরু করে। আমরা ওদের বাড়িতে বেল বাজালে ওই মহিলা বেরিয়ে এসে বলেন মেয়ে মারা গিয়েছেন। উনিই থানায় ফোন করেন। পুলিশ এসে মেয়েটির দেহ নিয়ে যায়। পুলিশই জানায় ঘটনাটি প্রায় তিনদিন আগে হয়েছে। এখন পুলিশ আবার ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে।”
মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু কীভাবে ঘটলো তার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ।