নিউজ ডেস্ক - স্কুলে একে গরমের ছুটি চলছে। অফিস থেকেও কেউ কেউ ছুটি নিয়ে ঘুরতে গিয়েছেন উত্তরবঙ্গে। কার্যত রেকর্ড সংখ্যক পর্যটক আটকে রয়েছেন সেখানে।কিন্তু বিগত কয়েকদিন ধরে রেমালের প্রভাবে পাহাড়ে বৃষ্টি আর তার সঙ্গে তিস্তায় জল বেড়ে যাওয়ায় কার্যত চিন্তার ভাঁজ পর্যটকদের কপালে। ফলত, ধস নামতে পারে একাধিক জায়গায়। পর্যটন সংস্থাগুলো জানিয়ে দিয়েছে রাত্রিবেলা না বেরনোর কথা। এমনিতেই অন্ধকারে পাহাড়ে চলাচল করা বিপদের। তার মধ্যে রাত্রিবেলা যেহেতু দুর্যোগ হচ্ছে সেই কারণে সেই সময় বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে।
ইতিমধ্যেই তিস্তা নদী পাড়ে থাকা রাজগঞ্জ,জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি এই তিন ব্লকের নদী পার লাগোয়া বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমাশাসক তমজিৎ চক্রবর্তী। তবে সব হারানোর ভয় কুড়ে-কুড়ে খাচ্ছে সেখানকার বাসিন্দাদের। বিবেকানন্দ পল্লীর পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস বলেন, “রাত থেকে জল বাড়তে শুরু হয়েছে। সকালেও জল বাড়ছে। নদী পাড়ের বাসিন্দাদের জলে নামতে বারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে মাইকিং শুরু করেছি।”
Tags
India