এই ঘটনার খবর পেয়ে ১২২ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এস ডিও-সহ হবিবপুর ব্লকের বিডিও। ভোটদানের জন্য আবেদনও করেন তাঁরা। তবে ভোটাররা নিজেদের দাবিতে অনড়। আগে রাস্তা, ব্রিজ চাই। তারপর ভোট দেবেন।
ভোট ঘোষণার বহু আগে থেকেই দেখা গিয়েছে, জায়গায় জায়গায় পথের দাবি কিংবা জলের দাবি, সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের মানুষ। পরে অনেক ক্ষেত্রেই বুঝিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করে প্রশাসন। কিন্তু মঙ্গলপুরার ১২২ নম্বর বুথের বাসিন্দাদের সাফ দাবি, দিনের পর দিন ভোটের প্রচারে এসে নেতারা আশ্বাস দেন, সব পাবে। অথচ ভোট মিটলে কারও দেখাটুকু মেলে না। কথা শোনার কেউ থাকে না আর। তাই মঙ্গলবার গ্রামের মহিলা, পুরুষ নির্বিশেষে গ্রামের পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্পষ্ট জানিয়ে দেন, ভোট দেবেন না। এদিকে প্রিসাইডিং অফিসার থেকে বুথের এজেন্ট, সকলে হাজির। সমস্ত ব্যবস্থা থাকলেও দুপুর অবধি কোনও ভোটার যাননি।