রাস্তা নেই, ব্রিজ নেই , এই অভিজগের জন্য ভোটশূন্য হল ভোটকেন্দ্র

নিউজ ডেস্ক - ভোটারদের দাবি রাস্তা নেই, ব্রিজ নেই! আগে সেসব করে দিক, তারপর ভোট। এমনই স্লোগান উঠল মালদহ উত্তরের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েত এলাকায়। মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়-এ ১২২ নম্বর বুথ। এখানে প্রায় সাড়ে ১৩০০ ভোটার। সকাল ৭টা থেকে এখনও এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে শূন্য।

এই ঘটনার খবর পেয়ে ১২২ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এস ডিও-সহ হবিবপুর ব্লকের বিডিও। ভোটদানের জন্য আবেদনও করেন তাঁরা। তবে ভোটাররা নিজেদের দাবিতে অনড়। আগে রাস্তা, ব্রিজ চাই। তারপর ভোট দেবেন।

ভোট ঘোষণার বহু আগে থেকেই দেখা গিয়েছে, জায়গায় জায়গায় পথের দাবি কিংবা জলের দাবি, সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের মানুষ। পরে অনেক ক্ষেত্রেই বুঝিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করে প্রশাসন। কিন্তু মঙ্গলপুরার ১২২ নম্বর বুথের বাসিন্দাদের সাফ দাবি, দিনের পর দিন ভোটের প্রচারে এসে নেতারা আশ্বাস দেন, সব পাবে। অথচ ভোট মিটলে কারও দেখাটুকু মেলে না। কথা শোনার কেউ থাকে না আর। তাই মঙ্গলবার গ্রামের মহিলা, পুরুষ নির্বিশেষে গ্রামের পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্পষ্ট জানিয়ে দেন, ভোট দেবেন না। এদিকে প্রিসাইডিং অফিসার থেকে বুথের এজেন্ট, সকলে হাজির। সমস্ত ব্যবস্থা থাকলেও দুপুর অবধি কোনও ভোটার যাননি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন