নিউজ ডেস্ক - পূর্বস্থলীতে দেখা গেল ভোট পরবর্তী হিংসা। এক বাম কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাওয়ার এই আক্রমণ বলে অভিযোগ বামেদের। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্বস্থলীর কালেকাতলা এলাকার ঘটনা। আক্রান্তের নাম রওশন আহম্মেদ শেখ। তিনি এলাকায় সক্রিয় বাম কর্মী বলেই পরিচিত। যদিও তৃণমূলের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাম দল অভিযোগ জানান যে, ভোট পরবর্তী পর্যায়ে একাধিক জায়গায় হামলা হচ্ছে।গত বুধবার স্থানীয় একটি মেলা উপলক্ষে বাম কর্মী রওশন আহম্মেদ শেখ উপস্থিত ছিলেন। রাতে খাওয়ার জন্য একটি হোটেলে গিয়েছিলেন । সেখানে খাওয়ার সময় কয়েকজন তাঁর উপর চড়াও হন। গালিগালাজ করে তাঁকে মারধর শুরু করেন বলে অভিযোগ।
বাঁশের আঘাতে মাথা ফেটে যায় রওশনের। শরীরের একাধিক জায়গায় তাঁর ক্ষত তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান। পূর্বস্থলী থানায় কয়েক জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রিয়া কমিটির সম্পাদক বিন কাসিম শেখ বলেন, “এই নির্বাচনে তৃণমূলের রেজাল্ট খারাপ হবে। বিশেষ করে পূর্বস্থলীতে তো বটেই। সেই আশঙ্কা থেকেই উগ্র মূর্তি নিচ্ছে। পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই এই আক্রমণ। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।” স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটা নিতান্তই পারিবারিক একটি বিষয়।