নিউজ ডেস্ক; একদিকে প্রচন্ড দাবদাহে ফুটছে গোটা বঙ্গ। তাপপ্রবাহের জেরে সকাল ১০ টার পর থেকেই প্রাপ্ত বয়স্কদের জন্যই অসহনীয় হয়ে পড়ছে আবহাওয়া সেখানে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে এই আবহাওয়া সহ্য করে পড়াশোনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যেই সরকারি স্কুল ছুটি ঘোষণা করলেও খোলা রয়েছে অনেক নার্সারি ও বেসরকারি বিদ্যালয়। তাই গরম সহ্য করেই ক্লাস করছে অনেক পড়ুয়া তবে এর মধ্যে ব্যতিক্রম একটি স্কুল। চারপাশে প্রচন্ড গরম হলেও স্কুল জুড়ে হচ্ছে অনবরত বৃষ্টি। গরম থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষের।
অভিনব এই ঘটনাটি ঘটিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুল। প্রচন্ড গরমে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য বৃষ্টির ব্যবস্থা করেছে স্কুল।বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা, যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মত। বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে শীতল পরিবেশ বিরাজমান। ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে।
ওই বিদ্যালয় সূত্রে খবর, তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। রামনগরের সোণপুর উপকূলবর্তী এলাকায় যেখানে রোজই ৪০ ছাড়িয়ে যাচ্ছে। চলছে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রী সেলসিয়াস।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক গোপীকৃষ্ণ শাসমল বলেন, "আমাদের রাজ্য রাজস্থানের তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে, সরকারি স্কুল ছুটি থাকলেও আমরা তো ছুটি দিতে পারিনা এতদিন।’ তিনি জানান, এরপরেই আমরা চিন্তাভাবনা করলাম, গার্ডেন ফোয়ারা সিস্টেমকে কাজে লাগিয়ে এরকম কৃত্রিম বৃষ্টি তৈরি করার পদক্ষেপ নেওয়া হয়। যে কারণে, এখানে ঠান্ডা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে।"
উল্লেখ্য, কৃত্রিম বৃষ্টির পাশাপাশি ছাত্রছাত্রীদের জল খাওয়ার কথা মনে করি দিতে বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলও। অভিনব এই প্রচেষ্টায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই।