নিউজ ডেস্ক - দিদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো ভাই যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হল দিদির। অভিযুক্ত ভাই ও বাবাকে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কল্যাণপুর গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা সুকুমার বধুক। তাঁর ছেলে লক্ষ্মীকান্ত বধুক(২২)। মেয়ে কৃষ্ণা লেবুর বিয়ে হয়েছে বেশ কিছুদিন আগে। শ্বশুরবাড়ি দাসপুরের মহিষঘাটা এলাকায়। সম্প্রতি তাঁর একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। সে কারণে বাপের বাড়িতে ছিল বেশ কিছুদিন ধরে।
সূত্রের খবর, এইদিন দুপুরে বাড়িতে টিভি দেখছিলেন কৃষ্ণা দেবী। আচমকা ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় তাঁর ভাই লক্ষ্মীকান্ত। এলোপাথাড়ি কোপ মারতে থাকে। রক্তে ভেসে যায় গোটা বাড়ি। মুহূর্তের মধ্যেই মৃত্যু হয়ে কৃষ্ণা দেবীর। কিন্তু, কী কারণে আচমকা এই কাণ্ড করল ওই যুবক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। স্তম্ভিত বাড়ির লোকজনও। খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু, ধরে ফেলেন এলাকার লোকজন। খবর যায় দাসপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চলছে জিজ্ঞাসাবাদ।
Tags
Crime