কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে, ঢাকা থেকে তিনি ঝিনাইদহের পৈত্রিক বাড়িতে এসেছেন। শুক্রবার (২৪ মে) সকালে, মুমতারিন ফেরদৌস ডরিন তাদের বাসভবন থেকেই এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, “আমার বাবাকে হত্যার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা এর আগে আরও অনেক নিরীহ মানুষকে খুন করেছে। তারা এই অঞ্চলের পেশাদার খুনি। তাদের আগের রেকর্ড দেখলেই সব বেরিয়ে আসবে।”
খুনিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন তিনি। ডরিন বলেন, “খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যাতে আমার মতো আর কেউ বাবাকে না হারায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা হত্যার বিচার করেছেন। আমি বিশ্বাস করি, তিনি আমার বাবা হত্যার বিচারও করতে পারবেন।” কলকাতায় এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আনোয়ারুল আজীম। ডরিন জানিয়েছেন, সেই সময় বাবাকে খুঁজে পেতে সহযোগিতা পেয়েছেন প্রশাসনের। এবার বাবার মরদেহ খুঁজে পেতেও প্রসাসনের সাহায্য চাইছেন তিনি। ডরিন বলেন, “এখন আমি আমার বাবার মরদেহ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই।”