নিউজ ডেস্ক - লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের প্রচার ইতিমধ্যে শেষ। আর রাজনীতি নিয়ে চিন্তা করতে চান না প্রধানমন্ত্রী। ভোট প্রচার শেষ হতেই তিনি বসেছেন ধ্যানে। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে একটানা ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জুন সন্ধ্যায়, সপ্তম তথা শেষ দফার ভোটপর্ব মেটার পরই তিনি ধ্যান কক্ষ থেকে বের হবেন।
তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩১ বছর আগে এখানেই ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। বৃহস্পতিবার সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন তিনি। এই সময়ের মধ্যে তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না।
সূত্রের খবর, ধ্যানের সময় কোনও অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী মোদী। সম্পূর্ণ তরল ডায়েটে থাকবেন তিনি। শুধুমাত্র নারকেল জল, আঙুরের জ্যুস ও অন্যান্য পানীয় পান করবেন। বাকি কোনও খাবার খাবেন না। ৪৫ ঘণ্টার এই পুরো সময়টাই মৌন ব্রত পালন করবেন প্রধানমন্ত্রী। এমনটাই জানা যাচ্ছে।
বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে যান ভগবতী আম্মান মন্দিরে। রীতি মেনে সাদা ধুতি ও শাল গায়ে জড়িয়ে প্রধানমন্ত্রী গর্ভগৃহে যান। সেখানে বিশেষ আরতি করেন। মন্দিরের প্রসাদও গ্রহণ করেন তিনি। এরপরই বিবেকানন্দ রকে ধ্যান মন্ডপে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী মোদী।