অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কমল সোনার দাম কিন্তু বৃদ্ধি পেল রুপোর দাম

নিউজ ডেস্ক - আজ অক্ষয় তৃতীয়াড় শুভদিনে সকাল থেকেই মন্দিরে লম্বা লাইনের মধ্যে দিয়ে চলছে লক্ষ্মী-গণেশের আরাধনা। বাড়ি, দোকানপাটও সাজিয়ে তোলা হয়েছে। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে রয়েছে সোনা কেনার চল। এই দিনে সোনা কিনলে ঘরে আরও সমদ্ধি হয় বলেই বিশ্বাস অনেকের।আর সোনা কেনা নিয়েই এল সুখবর । আজ আরও সস্তা হল সোনা। পরপর তিনদিন ধরে কমল সোনার দাম। তবে আজ সামান্য বেড়েছে রুপোর দাম। 

আজ, ১০ মে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬১৪ টাকা।১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ১৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২১৫ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ১৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে দাম। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪১১ টাকা।১০ গ্রাম সোনার দাম পড়বে ৫৪ হাজার ১১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

আজ সোনার দাম কমলেও, রুপোর দাম সামান্য বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৩০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন