চতুর্থ দফায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

নিউজ ডেস্ক - লোকসভা নির্বাচনের প্রথম তিন দফায় তাপপ্রবাহে পুড়েছে গোটা দেশ। ভোটের চতুর্থ দফায় অবশেষে সেই কাঠফাটা গরম থেকে স্বস্তি। বরং একাধিক রাজ্যে বজ্রবিদ্য়ুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাসই দিল মৌসম ভবন। আজ, সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। দেশজুড়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে। এরমধ্যেই আবহাওয়া নিয়ে স্বস্তির খবর। পূর্ব ও মধ্য় ভারতে আগামী ১৪ মে পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে ১৬ মে অবধি।

মৌসম ভবনের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর পাকিস্তানের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। অপরদিকে, পশ্চিম উত্তর প্রদেশ ও দক্ষিণ রাজস্থানের উপরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরেই আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, সোমবার জম্মু-কাশ্মীর থেকে শুরু করে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ১৪ তারিখ পর্যন্ত ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে।আবার অপরদিকে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়াতেও। আগামী চারদিন অবধি আকাশের অবস্থা একই থাকবে।

বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে অন্ধ্র প্রদেশ, ইয়ানম, তেলঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরী, কড়াইকাল, কেরল, মাহে ও কর্নাটকে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তর-পূর্বের রাজ্য়গুলিতে ১৫ মে পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ মে থেকে বৃষ্টি আরও বাড়বে।তবে তাপপ্রবাহ থেকে এখনই মুক্তি মিলছে না। ১৬ মে থেকে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপপ্রবাহ শুরু হবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন