নিউজ ডেস্ক : ঘাটাল লোকসভা কেন্দ্রের ষষ্ঠ দফার ভোট আজকে দুই তারকা সাংসদের লড়াই। ষষ্ঠ দফার ভোট চলছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। সকাল থেকেই ভোট আসরে মেতেছে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েছে রীতি মধ্যে বিজেপি প্রার্থী হিরন। সকাল থেকেই কানাঘুষা শোনা যাচ্ছে এই বুথে ছাপ্পা দেওয়া হচ্ছে। আর এই অভিযোগ উঠছে কিন্তু মূলত বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির এজেন্টকে বসতে দেয়নি। এমনই অভিযোগ করেন বিজেপির পলিং এজেন্ট। তৎক্ষণাতে তড়িঘড়ি সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। তার পরই কেশপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। তার গাড়ির সামনে শুয়ে পড়ে তৃণমূল কর্মীরা। আবার কেউ তেড়ে যায় বাশ লাঠি নিয়ে। আগুন জ্বালিয়ে রাস্তায় হচ্ছে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে।
ষষ্ঠ দফার এক্কেবারে সকালেই তাড়া খেলেন ঘাটালের বধ্যভূমিতে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়
byMonisha Roy
-
0