নিউজ ডেস্ক: মাঝ আকাশে হঠাৎ ই বিপদের মুখে পড়ল দেবের হেলিকপ্টার। কালো ধোয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেতা সংসদ। তড়িঘড়ি অবতরণ করানো হয় সেই কপ্টার।
শুক্রবার মালদহের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে যান তৃণমূল সংসদ ও প্রার্থী দেব। সেখানে একটি রোড শো করেন তিনি। প্রচার শেষ করে সেখান থেকে মুর্শিদাবাদের রানিনগর যাওয়ার কথা ছিল দেবের সেই পথে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে,রতুয়া থেকে কপ্টারটি ওড়ার পরই হঠাৎ ধোঁয়া বেরতে দেখা যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টার। সেখান সড়ক পথেই নিজের গন্তব্যে রওনা হন দেব।
এই ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় গিয়ে মমতা জানান,“হেলিকপ্টারে আগে থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। আকাশে ওড়ার পর প্রায় আগুন লেগে যায়। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। দেবের সঙ্গে ফোনে কথাও হয়েছে।”
আপাতত মালদা এয়ারপোর্টে রয়েছে হেলিকপ্টারটি ।সেখানে রেখেই ইঞ্জিন থেকে ধোয়া বেরোনোর কারন খতিয়ে দেখা হচ্ছে।