কমতে কমতে আজ বেড়ে গেল সোনার দাম

নিউজ ডেস্ক - মাসের শুরুটা বেশ ভালই হয়েছিল। কখনও ১০০ টাকা তো কখনও ১০০০ টাকা, প্রায় প্রতিদিনই কমছিল সোনার দাম। কিন্তু অর্ধেক মাস পার করতেই দাম কমার বদলে বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। 

আজ, ১৬ মে ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭ হাজার ১৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ২৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

সোনার মতোই রুপোর দামও বেড়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭৭০ টাকা। ১ কেজি রুপোর দাম ৮৭ হাজার ৭০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন