ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে চলতে থাকা ঝামেলা নিয়ে আলোচনা তুঙ্গে

 

নিউজ ডেস্ক - ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের, জুটিকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা রয়েছে তুঙ্গে। তাঁদের নিয়ে নিত্য বিচ্ছেদের জল্পনা জায়গা করে নেয় চর্চায়। বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে নাকি থাকছেন না ঐশ্বর্য। তবে সবটাই পাল্টে দিয়ে যায় অম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টি। সেখানেই গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা যায়। যদিও অতীত উষ্কে এখনও জল্পনা তুঙ্গে। একাধিকবার প্রকাশ্যে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে লড়াই করতে দেখা গিয়েছে। সরবজিৎ ছবির প্রিমিয়ারে এই জুটিকে একে অন্যের সঙ্গে প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। যেখানে একসঙ্গে ছবিও দিতে চাননি তাঁরা।

সবসময় যে অশান্তি মুখে হয়েছে এমনটা নয়। ঐশ্বর্য রাই বচ্চন মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যেভাবে অভিষেকের দিকে তাকিয়ে ছিলেন তাতেই একশ্রেণির কাছে স্পষ্ট হয়ে যায়, মোটেও তাঁদের মধ্যে বিষয়টা স্বাভাবিক নয়। সোনম কাপুরের রিসেপশন পার্টিতেও একই ছবি ধরা পড়েছিল। যেখানে ঐশ্বর্য ও অভিষেক একে অন্যের সঙ্গে স্বাভাবিক কথোপকথন করা, কিংবা পোজ দেওয়াতে রাজি ছিলেন না।

একবার বিমানবন্দরেও প্রকাশ্যে তাঁদের একে অন্যের সঙ্গে লড়াই করতে দেখা যায়। ক্যামেরার সামনেই ফুটে উঠেছিল সেই ছবি। যা নিয়ে চর্চাও কম হয়নি। একবার কবাডি ম্যাচ চলাকালিন তাঁদের অশান্তিতে জড়িয়ে পড়তে দেখা যায়। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। প্রকাশ্যে একে অন্যের অপর চিৎকার করতে থাকেন তাঁরা। তবে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, "আমাদের মধ্যে অশান্তি হলে প্রথম কথা বলা শুরু করি আমি। অশান্তি বজায় রাখতে পছন্দ করি না। তাই সবার আগে ‘সরি’ আমি বলি।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন