নির্বাচনের মধ্যেই বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক; নির্বাচন চলাকালীন বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানার কাদাপাড়া এলাকার।


জানা গিয়েছে,রাতে গরম লাগায় হাওয়া খেতে বাইরে বেরিয়েছিলেন। তখনই তার উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ । আহত যুবকের নাম এন্দল যাদব।

স্থানীয় সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ।  মারধরের পর তাঁকে  জলেও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। 

চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয়রা এন আর এস হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফুলবাগান থানার আধিকারিকরা। যুবকের বয়ান রেকর্ড করা হয়েছে।

ঘটনার পর বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ ঘটনাস্থলে যান। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন