নিউজ ডেস্ক - ভয়াবহ আগুন শিশু হাসপাতালে। আর সেই আগুনে পুড়ে মৃত্য়ু হল কমপক্ষে ৬ নবজাতক শিশুর। গুরুতর জখম আরও ৬ শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। শনিবার রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে আগুন লাগে। সেই ভয়াবহ আগুনের গ্রাসেই মৃত্যু হল ৬ শিশুর।
সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লির ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে খবর আসে যে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। শুরু করা হয় উদ্ধারকাজ।
ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতালের যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেখান থেকে ১২জন নবজাতককে উদ্ধার করা হয়। তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসা চলাকালীন ৬ শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও ৬ শিশু। তাদের চিকিৎসা চলছে।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। হাসপাতাল ও তার পার্শ্ববর্তী একটি বহুতলের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে।কিন্তু হাসপাতালে আগুন লাগার কারণ এখন অবধি স্পষ্ট নয়।ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags
India