গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের নাম আগেই জড়িয়েছিল। এই নিয়ে তদন্তকারী সংস্থা তাঁকে তলব করেছিল। হাজিরাও দিয়েছিলেন দেব। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করলেন দেবের বিরুদ্ধ। তাঁর দাবি, দেবের অ্যাকাউন্টে নাকি এনামুলের টাকা ঢুকেছে। নিজের এক্স হ্যান্ডেলে সেই নথিও তুলে ধরেছেন শুভেন্দু। নিজের উপর ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা আবার বিজেপি নেতাকে খোঁচা দিয়েছেন দেবও।
বিরোধী দলনেতার পোস্টে পরিষ্কার দেখা যাচ্ছে কাকে কত টাকা দেওয়া হয়েছে। নাম উঠে আসছে ‘আরণ্যক ট্রেডার্স’ নামে একটি সংস্থার। শুভেন্দুর দাবি, এই সংস্থা এনামুল হকের। তাঁর অভিযোগ, দু’দফায় দেব পেয়েছিলেন ৫০ লক্ষ টাকা।
তবে একা শুভেন্দু নন। আজ বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করতেই মুখ খুলেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। বলেন, “এটা ওঁর নিজের ব্যালেন্স শিট। ২০১৬ সালে তিনি জমা করেছেন। এই কারণে ইডি সাড়ে আট ঘণ্টা বসিয়ে রেখেছিল। আর উনি যে বলছেন টাকা ফেরত দিয়েছেন, টাকা নিলে তো টাকা ফেরত দিয়েছেন। আর এতদিন ধরে বলছিলেন আপনি কাউকে চেনেন না। এনামুল এখন রয়েছেন তিহাড়ে। তাঁর ডায়রির পাতা এগুলো। সেখান থেকেই ইডি পেয়েছে। আজ সারা বাংলা দেখুক কে সত্যি কথা বলছে।”
এই দিকে, শুভেন্দুর পোস্টের পর পাল্টা উত্তর দিয়েছেন দেবও। তিনিও আবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।” সঙ্গে এও বলেছেন, “এই তথ্য শুধু ইডি-সিবিআই আর হাইকোর্টের কাছে ছিল। শুভেন্দুদা কীভাবে পেল এটা?” তৃণমূল প্রার্থী এও প্রশ্ন তুলেছেন, তার মানে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি-সিবিআই-এর যোগ রয়েছে?