ছাপ্পার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য

 নিউজ ডেস্ক - ভোটের দিন সকাল থেকে একের পর এক অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রাতভর বিজেপি সন্ত্রাস ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অভিযোগের তালিকা বাড়ে। পরে তিনি ছাপ্পার অভিযোগ তোলেন। একটি ফুটেজ প্রকাশ্যে আনা হয়, যেখানে দেখা যাচ্ছে, একটি ভোটকেন্দ্রে ইভিএম-কে ঘিরে ভিড় করে আছেন বেশ কয়েকজন। পাশে ভোটারদের দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।

দেবাংশুর অভিযোগ করেছিল, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গাবাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছেন বিজেপির কর্মীরা।

অভিযোগ সামনে আসার কিছুক্ষণের মধ্যেই জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে জানিয়েছে, ওই ভোটকেন্দ্রে কোনও ছাপ্পা চলছিল না। বলা হয়েছে, ওই বুথে ভিভিপ্যাট খারাপ হয়ে গিয়েছিল, তাই সেখানে বুথকর্মীরা এক জায়গায় জড় হয়েছিলেন। পরে ভিভিপ্যাট ঠিক করে দেওয়া হয়।

এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন, দেবাংশুর প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি দেবাংশুকে কটাক্ষ করে উল্লেখ করেছেন, কমিশন ইতিমধ্যেই তাঁর অভিযোগ খারিজ করে দিয়েছেন। কোথাও কোনও ছাপ্পার অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। এদিন সকালে বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দেবাংশু। তাঁর অভিযোগ, বিজেপি ভোটারদের ভয় দেখাচ্ছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন