সূত্রের খবর, অন্ডালের কাজোড়ায় জাতীয় সড়কের ফ্লাইওভারের ওপরে ডাম্পার উঠতেই ফেটে যায় চাকা। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ডাম্পারের গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। তাই চাকা ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মেরে ছাই বোঝাই ডাম্পারটি পড়ে যায় জাতীয় সড়কের সার্ভিস রোডে। ছাইয়ে ঢেকে গোটা সার্ভিস রোড। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালকের। পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম তাপস বাউড়ি। আসানসোলের কুনুস্তরিয়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “একেবারেই অনাকাঙ্খিত একটা ঘটনা। এরকমভাবেও মৃত্যু আসতে পারে। ডাম্পার যাচ্ছিল ওভারব্রিজের ওপর দিয়ে। কিন্তু এভাবে কোনও গাড়ি ওভারব্রিজের ওপর থেকে ছিটকে এসে নীচে পড়বে, তা কী কেউ কখনও ভাবতে পারে! ভয়ঙ্কর ঘটনা।”