দুর্যোগের প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে শুরু করেছে। আর এরই মধ্যেই ভূতনি এলাকায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাজার এলাকায় মুখ ঢোকে কয়েক জন দুষ্কৃতী ঢোকে। আচমকাই গুলি চালাতে শুরু করে। যে যেদিকে পারেন, ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন।
লোকে বুঝেই উঠতে পারেননি কী ঘটছে। অভিযোগ, একটি ব্যাঙ্কের সামনে প্রথম শূন্য গুলি চালানো হয়, তারপর একটি সোনার দোকানের সামনে চলে দৌরাত্ম্য। বেপরোয়া গুলি চালানোর ফলে পথচারী-দোকানিরা আড়ালে লুকানোর চেষ্টা করেন। তার মধ্যেই কয়েকজন লুকিয়ে ফোনে বিষয়টি থানায় জানান। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্র উঁচিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যে কোনও সময় বড়সড় ডাকাতি বা লুটপাটের আশঙ্কা করছেন বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী বলেন, “ভরা বাজার এলাকায় এরকম হয়নি আগে। পরিস্থিতি কোথায় এসে দাঁড়াল। গুলি যে কোনও সময়েই কারোর গায়ে লেগে যেতে পারত।” পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।