দুর্যোগের মধ্যেও ব্যাঙ্ক ও সোনার দোকানের সামনে চলল গুলি

নিউজ ডেস্ক - রেমালে বিধ্বস্ত বাংলা। দিনভর ধরে চলচ্ছে দুর্যোগ। তার মধ্যেও বন্ধ নেই দুষ্কৃতী দৌরাত্ম্যের। গুলি ছুড়তে ছুড়তে চলল বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব।  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সোনার দোকানের সামনে তান্ডব চলে।  চলে পাঁচ রাউন্ড গুলি। মালদহের ভূতনির হরচন্দ্রপুর এলাকার ঘটনা। আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা।

দুর্যোগের প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। বৃষ্টি হতে শুরু করেছে। আর এরই মধ্যেই ভূতনি এলাকায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রে খবর,  বাজার এলাকায় মুখ ঢোকে কয়েক জন দুষ্কৃতী ঢোকে। আচমকাই গুলি চালাতে শুরু করে। যে যেদিকে পারেন, ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন।

লোকে বুঝেই উঠতে পারেননি কী ঘটছে। অভিযোগ, একটি ব্যাঙ্কের সামনে প্রথম শূন্য গুলি চালানো হয়, তারপর একটি সোনার দোকানের সামনে চলে দৌরাত্ম্য। বেপরোয়া গুলি চালানোর ফলে পথচারী-দোকানিরা আড়ালে লুকানোর চেষ্টা করেন। তার মধ্যেই কয়েকজন লুকিয়ে ফোনে বিষয়টি থানায় জানান। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্র উঁচিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যে কোনও সময় বড়সড় ডাকাতি বা লুটপাটের আশঙ্কা করছেন বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী বলেন, “ভরা বাজার এলাকায় এরকম হয়নি আগে। পরিস্থিতি কোথায় এসে দাঁড়াল। গুলি যে কোনও সময়েই কারোর গায়ে লেগে যেতে পারত।” পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন