সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ২৪ শে মে অর্থাৎ আজ, চন্ডীতলা থানার অন্তর্গত চন্ডীতলা ব্লক টু এর চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই দিন চন্ডীতলা গ্রামীন হাসপাতালের স্বাস্থ্য কর্মী পুরুষ ও মহিলা সহ মোট ২৮ জন স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। এই দিন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ,এছাড়া অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ,ও চন্ডীতলা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত বেশ কয়েক মাস যাবত রক্তের ভীষণ আকাল চলছিল। সেই কারণ বশত স্বাস্থ্য কর্মীদের স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি নেওয়া হয় উক্ত হাসপাতালে। স্বাগত জানিয়েছেন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গন। এই ক্যাম্পে স্বেচ্ছায় রক্ত প্রদান করে স্বাস্থ্য কর্মীরা ভীষণ আপ্লুত। স্বেচ্ছায় রক্ত দাতাদের একটি করে চারাগাছ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
রক্ত সংকট মেটাতে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান করলেন স্বাস্থ্যকর্মীরা
byMonisha Roy
-
0