ভরদুপুরে পঞ্চায়েত অফিসে চলল গুলি, আহত ১ ঘটনায় চাঞ্চল্য এলাকায়

নিউজ ডেস্ক:  নির্বাচনের মধ্যেই সরকারি দফতরে চলল গুলি। হাওড়ার বাঁকড়ায় একটি পঞ্চায়েত অফিসে ঢুকে কিছু দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় একজন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।


জানা গিয়েছে, এদিন দুপুরে হাওড়ার বাঁকড়া এলাকার তিন নম্বর পঞ্চায়েত অফিসের ভিতর ৩-৪ জন দুষ্কৃতী মুখে কাপড় ঢাকা দিয়ে আসে। তারা হঠাৎই এলো পাথরে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনায় একজন আহত হয়েছেন বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলেছিল তারপরেই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কি কারনে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সরকারি কর্মীদের মধ্যে। 

স্থানীয় সূত্রে খবর,সংশ্লিষ্ট পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। পঞ্চায়েতের প্রধান এবং এক সদস্যের ঝামেলার জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। 

গুলি চালানোর অভিযোগ উঠেছে, প্রাক্তন ওই পঞ্চায়েত সদস্যের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। যখন গুলি চলছিল, তখন পঞ্চায়েত প্রধান প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকিয়ে পড়েন বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন