১. আমরা যে বলি, তা করি। মোদীরা যেটা বলে, তার এক পয়াসও করে না।
২. সব করেছি আমরা, এখন বাকি আছে দেশ থেকে মোদীকে তাড়ানো। খেলা হবে? হাতা খুন্তি যখন নাড়েন, রান্না করেন হাতের এক্সারসাইজ হয়। খেলা হবে?
৩. বিজেপি সবচেয়ে বড় চোর, ধান্দাবাজের দল, লুঠেরার দল।
৪. এখানে যে দাঁড়িয়েছিল, আমাদের সুজাতাকে বিয়ে করেছিল, তার যে কত বন্ধু, তার ঠিক নেই। এখন আবার মা সারদার ছবি তুলে দিয়েছে।
৫. যদি বাংলায় আমরা জিতে যাই, মনে রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে। যে দরটা হচ্ছে, দিল্লিতে গিয়ে NRC বাতিল করাব। একশো দিনের কাজ নতুন করে শুরু করব।
৬. জয়রামবাটিতে সারদা মায়ের জন্মস্থান, আপনি কতবার গিয়েছেন? ইলেকশনের সময়ে লোক দেখানো। উল্টো পাল্টা লোককে গালাগালি দিচ্ছে। এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি, সেটাও সহ্য হচ্ছে।
৭. জয়রামবাটিতে স্বামী বিবেকানন্দের বাড়ি। নির্বাচনের সময়ে লোক দেখাতে আসে। সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে কর্পোরেশন থেকে কিনে নিয়েছিলাম। তাই আজও স্বামী বিবেকানন্দের বাড়ি রয়েছে।
৮. আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি অসম্মানও বা কেন করব? এই তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন, দেখতে গিয়েছিলাম। আমি তো সবার কথা বলিনি। আমি বলেছি দু-একজনের কথা।
৯. সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস রয়েছে। আশ্রম রয়েছে। ওরা এতো ভালো, ওরা সত্যি আমাকে ভালোবাসে। আমি একটি লোকের নাম করে বলেছি, তিনি কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেননি। ভোটের দুদিন আগে।
১০. আগের অধীর করতেন, এখন বিজেপি করে। মুর্শিদাবাদের রেজিনগরের ওঁর আশ্রম। আশ্রম করুন, আপত্তি নেই। কিন্তু ওখানে বুথে আমাদের এজেন্ট ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে আমাদের এজেন্ট নেই কেন? আমার লোক বলল, কার্তিক মহারাজ বসতে দেননি। কার্তিক মহারাজ বলেছেন, ‘তৃণমূলের লোককে বসতে দেব না।’ ওখান কিছু লোককে ক্ষেপিয়েছে, যাঁরা ছানার ব্যবসায়ী। ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেরান। আমি বলছি, আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। ধর্মের নামে কেন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি, প্রমাণ ছাড়া বলি না।
১১. আমাদের রাজ্য বাংলা। আর তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেওয়া হবে না, ভোটের দুদিন আগে ঝামেলা হবে, সেটা মেনে নেওয়া যায় না।
১২. আমি প্রতিশ্রুতি দিতে পারি, গ্যারান্টি আবার কী? কেউ কারোর জীবনের গ্যারান্টি দিতে পারে। আমি আজ বেঁচে আছি, কাল জীবন থাকবে কিনা, গ্যারান্টি দিতে পারি? বিনা পয়সায় চাল আমরা দিই। বিনা পয়সায় জল দিচ্ছেন বলে যাচ্ছে, এটা কি সত্যি কথা? একটুকুও নয়, বাড়ি বাড়ি জল ২৫ এর মধ্যে করে দেব।
১৩. কেন্দ্রীয় সরকারে চাকরিতে লোক নেয় না, আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে রয়েছে। কোর্টে দিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে, চাকরিটা খেয়ে নাও। চাকরিখেকো বাঘ। বলছে, সংখ্যালঘুরা রিজার্ভেশন কেড়ে নেবে বলছে, ক্ষমতা আছে?