২০২৪ র মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এগিয়ে কোন কোন জেলা? জেনে নিন




নিউজ ডেস্ক : জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে ।চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল ফেব্রুয়ারী। শেষ হয় ১২ ফেব্রুয়ারী অর্থাৎ ৮০ দিনের মধ্যে ফল প্রকাশিত হয়েছে । ২০২৪ সালের  মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশের হার ৮৬.৩১ শতাংশ ।

জেনে নিন প্রথম থেকে দশম মেধাতালিকা:
  • ১ম: চন্দ্রচূড় সেন (প্রথম স্থানাধিকারী ),রামগোলা হাইস্কুল (কোচবিহার জেলা),প্রাপ্ত নম্বর ৬৯৩(৯৯%)
  • ২য়: সাম্যপ্রিয় গুরু ( দ্বিতীয় স্থানাধিকারী ), পুরুলিয়া জেলা স্কুল,( পুরুলিয়া জেলা ),প্রাপ্ত নম্বর ৬৯২
  • ৩য়: তিনজন অতএব (তৃতীয় স্থানাধিকারী )দক্ষিণ  দিনাজপুর থেকে উদয়ন প্রাসাদ (বালুরঘাট হাই স্কুল), বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈঋত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)।
  • ৪র্থ:( চতুর্থ স্থানাধিকারী )হুগলির পড়ুয়া তপজ্যোতি মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০
  • ৫ম: (পঞ্চম স্থানাধিকারী )অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান। 
  • ৬ষ্ঠ :  ষষ্ঠ স্থানাধিকারী দক্ষিন দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা।মালদহের মহম্মদ সাহারুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল।পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। দক্ষিণ ২৪ পরগনা থেকে অলিভ গায়েন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।
  • ৭ম: সপ্তম স্থানাধিকারী  কোচবিহারের আসিফ কামাল মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুলের পড়ুয়া। অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুল। সাত্যদা দে বালুরঘাট হাইস্কুল। বীরভূমের আরত্রিক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল। আলেখ্য মাইতি, দক্ষিণ ২৪ পরগণা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল।
  • ৮ম:  অষ্টম স্থানাধিকারী পশ্চিম  মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল। নদীয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। 
  • ৯ম: নবম স্থানাধিকারী দক্ষিণ  দিনাজপুর থেকে রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল। 
  • ১০ম:  দশম স্থানাধিকারী শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুরের পড়ুয়া। হুগলির নীলাঙ্কন মন্ডল। তাঁর প্রাপ্য নম্বর ৬৮৪। এলিট কো এড স্কুলের ছাত্র।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন