নিউজ ডেস্ক: শনিবার পোলবা থানার অন্তর্গত রাজহাট করলা মোড়ে নাকা চেকিং চলার সময়, একটি সন্দেহভাজন গাড়িকে পুলিশ দাঁড় করাতে তাতে তিনটি ট্রলি ব্যাগ ভর্তি বেআইনি মদ পাওয়া যায়।
রীতিমতো পোলবা থানার পুলিশ ও জয়েন্ট ভিডিও একসাথে মদসহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময়, রাস্তায় লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যান, মদ ভর্তি টলি ব্যাগ গুলি পুলিশের গাড়ি থেকে তিনি রাস্তায় ফেলে দেন এবং বলেন এগুলো সব তৃণমূলের কাজ ভোট কেনার জন্য মদ নিয়ে যাচ্ছিল বলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। যদিও গাড়ি চালক বলেন হাওড়া থেকে মদ নিয়ে বিহারে একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি বিহারের বাসিন্দা। লকেটকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
অন্য দিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির অভিযোগ মিথ্যা দাবি করে ফেসবুকে পোস্ট করে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। পুলিশের দাবি পোলবা থানা এলাকায় নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে। একটি চারচাকা গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।