সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) ১১ই মে শনিবার : গতকাল আইএসএফের নির্বাচনী জনসভা নবাবপুর অঞ্চলের অ্যাসোসিয়েশন ফুটবল মাঠে হয়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আই এস এফ এর মনোনীত প্রার্থী শাহরিয়ার মল্লিক এর (বাপি) জনসভা শুরু হয় বিকাল পাঁচটা নাগাদ।শেষ হয় রাত্রি ৮ ঘটিকায়! প্রধান বক্তা ছিলেন আই এস এফের চেয়ারম্যান তথা ভাঙ্গরের এমএলএ নওসাদ সিদ্দিকী। প্রসঙ্গত নবাবপুর ভগবতীপুর কুমির মোড়া অঞ্চলের আই এস এফের সমর্থকদের এই নির্বাচনের জনসভা। নির্বাচনী জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আই এস এফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এছাড়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক ও শামসুল মল্লিক রাজ্যের কার্যকারী সভাপতি। এছাড়াও ছিলেন বিশ্বজিৎ মাইতি রাজ্য সাধারণ সম্পাদক এবং আমজাদ হোসেন যুব সম্পাদক আইএসএফের।
ফ্যাসিবাদী বিজেপি সরকার দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে শ্রীরামপুর কেন্দ্রের আইএসএফের প্রার্থী শাহরিয়ার মল্লিককে ভোট দেওয়ার আহবান জানান নওশাদ সিদ্দিকী। প্রার্থী শাহরিয়ার মল্লিক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও আই এস এফের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আই এস এফের নেতৃবৃন্দ। এছাড়া নবাবপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য ইয়াসিন মল্লিক, আইএসএফের সভাপতি মেহবুব আলম ছাড়াও জসীমউদ্দীন ও কাদের মল্লিক গিয়াস উদ্দিন মল্লিক প্রমুখ।