নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনকে উদ্দেশ্য করে একাধিকবার রাজ্যে প্রচারে এসেছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। আজ শুক্রবার বাংলার একাধিক জায়গায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃহস্পতিবারই শহরে এসেছেন মোদি, আর আজ ভোট প্রচারে তৃণমূলকে নিশানা করে ফের একবার চাকরি বাতিল ইস্যুকে হাতিয়ার করলেন নমো।
এদিন প্রচার মন্ত্র থেকে মোদি ঘোষণা করেন যোগ্য চাকরি হারাদের আইনি সহায়তা দেবে বিজেপি। পাশাপাশি দুর্নীতি ইস্যুতে রাজ্যকে তুলোধোনা করতে ছাড়লেন না নরেন্দ্র মোদি।
উল্লেখ্য দুর্নীতি ইস্যুতে কয়েক বছর ধরেই রাজ্য রাজনীতি তোলপাড়। SSC নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আর তাতে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার সহ স্কুল সার্ভিস কমিশন ও মধ্য শিক্ষা পর্ষদ। কিন্তু এই সবকিছুর মধ্যেই অনিশ্চিত হয়ে পড়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ।
যোগ্যরা বারবার প্রশ্ন তুলেছেন সঠিক পথ অবলম্বন করেও যোগ্য হওয়ার পরেও কেন তাদের শাস্তির মুখে পড়তে হবে সেই সঙ্গে আন্দোলনের পথে ও পা বাড়িয়েছেন তারা।
আর এবার তাদের জন্য বড় ঘোষণা করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শুক্রবার বর্ধমানের সভা মঞ্চ থেকে মোদির ঘোষণা করলেন যারা যোগ্য হয়েও হাইকোর্টের রায় চাকরি হারিয়েছেন তাদের আইনি সহায়তা করবে বিজেপি।
এই ঘোষণার পাশাপাশি এদিন সভা মঞ্চ থেকে তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে তুলোধোনা করতে দেখা যায় মোদিকে, তিনি বলেন, নাম না করে পার্থ চট্টোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন “তৃণমূলের নেতাদের বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে, যা গুনতে গিয়ে মেশিন ক্লান্ত হয়ে পড়ছে।”
প্রসঙ্গত, এদিন মোদি আরও অভিযোগ করেন, তৃণমূলের শাসনে বাংলায় হিন্দুরা দ্বিতীয় সারির নাগরিকে পরিনত হয়েছে।প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় বিভাজনের রাজনীতি হয়। তৃণমূল, সিপিএম বা কংগ্রেস কেউই দেশের উন্নয়নের জন্য ভোটে লড়ছে না। ওঁরা শুধু বিভাজন বোঝে।