নিজস্ব সংবাদদাতা: খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। ঘটনা তারকেশ্বরের তেঘরী এলাকার। আদালতের নির্দেশে এদিন তেঘরি কালী মন্দিরে হালদার পরিবারের পুজো করার কথা।
সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারকেশ্বর তেঘরী গ্রামের প্রায় ২০০ বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে গন্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে আদালত। চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের ২১ ও ২৪ তারিখ দুটি নির্দেশিকা জারি হয়। নির্দেশিকায় ১৯ জুন ২০২৪ পর্যন্ত হালদার পরিবার নিত্য পূজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায়।সেই মতো আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের। আর সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সরব সাংবাদিকমহল। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।