নিউজ ডেস্ক - জঙ্গিদের গুলি এড়াতে গিয়েই খাদে ছিটকে পড়েছিল বাস। কিন্তু আর্তচিৎকার শুনেও মন গলেনি জঙ্গিদের। খাদে পড়ে যাওয়া বাসের উপরেই নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। এমনভাবেই তারা চারিদিক থেকে বাস ঘিরে ফেলেছিল যে কেউ সামান্য নড়াচড়া করলেও, তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। হাসপাতালে আহত পুণ্যার্থীরা জানালেন, জঙ্গিদের গুলি থেকে বাঁচতে তাঁরা পাথরের মতো শুয়েছিলেন, যাতে জঙ্গিরা তাদের মৃত বলে ভাবে।
জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় রবিবার পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি থেকে বাঁচাতে গিয়েই বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১০ জন পুণ্যার্থী মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ৩৩ জন। জঙ্গিদের হাত থেকে যারা রক্ষা পেয়েছেন, তারা হাসপাতালের বিছানা থেকে শুয়ে জানিয়েছেন গতকালের ভয়ঙ্কর অভিজ্ঞতা।
বাসের এক যাত্রী এক সাক্ষাৎকারে বলেন, “মোট ৬-৭ জন জঙ্গি ছিল। সবার মুখ মাস্কে ঢাকা ছিল। প্রথমে ওরা চারিদিক থেকে ঘিরে ফেলে, এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যখন বাসটি খাদে পড়ে যায়, তখন ওরা খাদে নেমে এসে বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওরা চাইছিল যে কেউ যাতে বেঁচে না থাকে।প্রায় ২০ মিনিট ধরে ওরা গুলি চালিয়েছিল।”
জঙ্গিদের চোখে ধুলো দিতে কয়েকজন মরার মতো পড়েছিলেন। এক যাত্রী বলেন, “আমরা এমনভাবে পড়েছিলাম যে জঙ্গিদের যাতে মনে হয় আমরা মরে গিয়েছি। কোনও নড়াচড়াও করছিলাম না। বৈষ্ণোদেবীর উদ্দেশে শিবখোড়ি থেকে কাটরা যাচ্ছিলাম আমরা। সন্ধে ৬টা নাগাদ হঠাৎ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আমরা এতটাই আতঙ্কিত ছিলাম যে কী করব, বুঝতে পারছিলাম না। বাসে শিশু, মহিলারাও ছিলেন, তারাও আহত হয়েছেন। হামলার ১০-১৫ মিনিট পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে উদ্ধার করে।”