নিউজ ডেস্ক - রানিগঞ্জের গয়নার দোকানে ডাকাতির ঘটনায় এবার গ্রেফতার আরও একজন। অন্ডাল থানার দক্ষিণখন্ড থেকে গ্রেফতার করা হল বছর তিরিশের শশীকান্ত মালী নামে এক যুবককে। ডাকাতির ঘটনায় এই যুবক যুক্ত। তবে প্রত্যক্ষ নাকি পরোক্ষভাবে তা পরিষ্কার নয়।
এর আগে ডাকাতির ঘটনায় সুরোজ কুমার সিংকে গিরিডি জঙ্গল থেকে গ্রেফতার করে ঝাড়খন্ড ও আসানসোল-দুর্গাপুর পুলিশ। তারপর গ্রেফতার হয় ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড সেই গুলিবিদ্ধ সোনু সিং। এবার গ্রেফতার শশীকান্ত। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছিল সোনু সিং ডাকাতির ঘটনার ১২ দিন আগে অন্ডাল থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে রেইকি করেছিল। সেই সূত্র ধরেই তৃতীয়জন গ্রেফতার।
এই দিকে, ডাকাতির ঘটনায় আগে তদন্তে নেমেছে সিআইডি। উল্লেখযোগ্য বিষয়, গত ৯ তারিখ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে এক প্রসিদ্ধ সোনার দোকানে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। সশস্ত্র অবস্থায় ছিল ডাকাত দলের প্রত্যেকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সেখানে পৌঁছাতেই গুলি চালাতে শুরু করে ডাকাত দল। উল্টোদিক থেকে পাল্টা গুলি চালানো হয়।